in page

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

বাংলাদেশের সেরা প্রযুক্তি ব্লগগুলির তালিকা

১. Techtunes.com.bd
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের মধ্যে সেরার জায়গা দখল করে আছে টেকটিউনস। যার গুগুল ও এলেক্সা রেংকিং ও ভাল। এবং এই সাইটের টিউনগুলো কোন কপি পেষ্ট না এবং মান সম্মত।
২. Tunerpage.com
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের মধ্যে এই সাইটা অন্যতম। সাইটের থিমটা এখন তারা পরিবর্তন করাতে  এখন সাইটের ফিচার ও লেখায় একটা মানসম্মত অবস্থান রয়েছে।
৩. http://www.pchelplinebd.com
মানসম্মত টেকনোলজি বিষয়ক ব্লগের জন্য ভাল সাইট এটি। সাইটের উন্নত ও ভাল মানের কন্টেন্ট এর জন্য বাংলাদেশীদের কাছে এটি জনপ্রিয় একটি সাইট।
৪. RR Foundation
এটি প্রযুক্তি বিষয়ক টিউটোরিয়াল সাইট। এই সাইট থেকে আপনার বিভিন্ন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন। তারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল  গ্রাহকের কাছে বিক্রিও করে থাকে।
৫. Techtweets
প্রযুক্তি বিষয়ক সাইটের মধ্যে এই সাইটটাও জনপ্রিয়। তবে কিছু কিছু টিউন এই সাইটে অপ্রসঙ্গিক। এবং এডমিন তা ডিলিট করে না। সব দিক থেকে মোটামুটি ভাল সাইট এটি।
৬.Answerglobe.com
প্রযুক্তি বিষয়ক বাংলা সাইটের মধ্যে এই সাইটটিতে ভাল মানের লেখা আছে। সাইটটি নতুন হলেও এটার লেখার মান থেকে বুঝা যায় সাইটের মধ্যে ভাল কোয়ালিটির কন্টেন্ট আছে। নতুন হিসেবে সাইটটির গুগুল ও এলেক্সা রেঙ্কিং ভাল।
৭. Biggan Projukti
সাইটের নাম দেখেই বুঝতে পারছেন। প্রযুক্তি বিষয়ক সাইটের জন্য উদাহরন হিসেবে এটি ভাল সাইট। ভাল মানের টিউন হয় এই সাইটে।
৮. Pchelpline24 
ব্লগ সাইটের মধ্যে এটি জনপ্রিয় একটি সাইট।
৯. Geniusitzone
অনেকদিন যাবৎ এই সাইটটা ভাল ও কোয়ালিটি সম্পন্ন  লেখা নিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই সাইটি।
১০. Techmasterblog

 নতুন আরেকটি ব্লগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Post