clixsense থেকে আয় করবেন কিভাবে?
সবাই কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন।আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি সাইটের টিউটোরিয়াল নিয়ে এলাম আপনাদের জন্য।
সাইটির নাম হচ্ছে: Clixsense
১। প্রথমে আপনাকে এই সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে Sing Up এই লিংঙ্কে ক্লিক করুন।
২। আপনার সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। রেজিস্ট্রেশন শেষ হবার পর আপনার ই-মেইলে একটি কনফার্ম লিংঙ্ক যাবে এবার একাউন্টটি কনফাম করুন।
৩। একাউন্ট কনফাম করার পর আপনার Clixsense একাউন্টে লগ ইন করুন। লগ ইন করার পর আপনার প্রফালে গিয়ে আপনার প্রফালের সকল তথ্য সঠিক ভাবে দিন /
আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি অনেকেই ইন্টারনেট থেকে টাকা আয় করতে চাই।
বেশি না হোক অন্তত্য নেটের খরচটা আসুক। নেট থেকে অনেক গুলো মাধ্যেমেই টাকা আয় করা যায়।
এগুলোর মধ্যে ptc সাইট একটি যার মাধ্যমে সহজে টাকা আয় করা যায়। তবে এখন ptc সাইটগুলোর অধিকাংশই fake সাইট।
আপনি কিভাবে fake সাইটগুলো চিনবেন?
1) ক্লিক করলেই 1 ডলার 2 ডলার, 2) রেজিষ্ট্র করলেই প্রিমিয়াম মেম্বারশিপ ফ্রি, 3) রেজিষ্ট্র করলেই 5 ডলার 10 ডলার ফ্রি এমন আরো লোফনিয় অফার যা দেখলেই বুঝাযায়।
যে গুলো আসল সাইট তারা আপনাকে খাটিয়েই টাকা দেবে। ptc সাইটগুলোর মধ্যে clixsense অন্যতম।
আপনি google best ptc site লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।
clixsense থেকে বেশি আয় করনে যেভাবে: আপনি প্রতিদিন সকালে click করবেন 10টার আগে, মানে আজ 4/5 এর এড আগামীকাল 10টা প্রযন্ত থাকে।
আপনি যদি 10টার পর যে কোনো সময় ক্লিক করেন তাহলে এড কম করে পাবেন আর সকালে করলে এক সাথে 25 থেকে 35টা এড পাবেন।
এ সাইটে ছোট ছোট কিছু কাজ আছে তা করেও আয় করতে পারেন।আর হে এই সাইট থেকে মিনিমাম 8 ডলার হলেই টাকা তুলতে পারবেন।
clixsense থেকে আয় বৃ্দ্ধি করার পদ্ধতিটি হচ্ছে Referrals। আপনি যত বেশি Referrals করতে পারবেন আপনার তত বেশি আয় হবে। ১ জন রেফারেন্স করলে আপনি প্রতিদিন পাবেন তার আয় এর ১০%। এখন যদি আপনার ১০০ রেফারেন্স থাকে তাহলে আপনি পাবেন প্রতিদিন ১জন মেমবারের ১০% × ১০০ = ১০০০% আয়। তাহলে একজন যদি আয় করে মাজে ০.০৩ × ৩০ = ০.৯ সেন্ট তাহলে আপনার আয় হবে ০.৯ × ১০০০% = $৯
Clixsense থেকে আয় করার বেশ কয়েকটি উপায় যথা:-
# ডিরেক্ট রেফারেল।
# বিভিন্ন ধরনের অফার-ওয়াল।
# মিনি জব…ইত্যাদি।
# বিভিন্ন গেম খেলে।
# বিভিন্ন “Survey” কম্পলিট করে।
# ClixGrad থেকে।
# এবং প্রতিদিনের টার্গেট কম্পলিট করতে পারলে থাকছে বোনাস।
যেভাবে আপনি Clixsense থেকে বেশি আয় করবেন :
Clixsense থেকে আয় বৃদ্ধি করার জন্য আমার কাছে ডিরেক্ট রেফারেল এবং মিনি জব খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে ডিরেক্ট রেফারেল শুধুমাত্র Clixsense এর ক্ষেত্রেই নয় বরং সব PTC এর জন্যেই সমান গুরুত্বপূর্ণ। কারণ আপনার ডিরেক্ট রেফারেল এর জন্য আপনার কোনো কিছু খরচ করতে হবে না। উল্টো আপনি Website থেকে কমিশন পাবেন।
এখন ভাবুনতো, যদি আপনার ১০০ জন ডিরেক্ট রেফারেল থাকে, তাহলে আপনি কোনো কিছু করা ছাড়াই কমিশন হিসেবে প্রায় ১৫০০-২০০০ টাকা করে আপনি পাবেন। এর উপর আপনার নিজের ইনকাম তো আছেই। আর আপনি যদি আমার দেয়া ৩টি সাইট এ ই কাজ করেন তাহলে আপনার আয় ৩ গুন হবে। অর্থাৎ আপনি খুব সহযেই মাত্র এক থেকে দেড় ঘন্টা কাজ করে মাসে ঘরে বসে ১২০০০-১৫০০০ টাকা আয় করতে পারবেন। তাই, ডিরেক্ট রেফারেল কতটা গুরুত্বপূর্ণ, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি হয়তোবা মনে মনে ভাবছেন, ডিরেক্ট রেফারেল জোগাড় করা তো অনেক কষ্টের। কিন্তু না, অতটা কষ্টের নয় যতটা আপনি ভাবছেন।
আপনি কিছু কৌশল এর মাধ্যমে খুব সহযেই মাসে ২০-৫০ জন ডিরেক্ট রেফারেল জোগাড় করতে পারবেন। আপনি যদি আমার রেফারেল হন তাহলে আমি আপনাকে সেই সব কৌশল ফ্রিতে দিব। এবং আমি ইনশাল্লাহ গেরান্টি সহকারে বলতে পারি, এই কৌশল গুলো অসাধারণ। এবং আপনি এই কৌশল গুলো ফোলো করলে আপনিও আমার মতো খুব সহযে মাসে ২০-৫০ জন করে ডিরেক্ট রেফারেল করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন