in page

শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

Earn from ojooo in Bangla fro BD people

Image result for ojoo

Ojooo থেকে ১০-১২$ আয়ের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত : (How to earn from ojooo in Bangla from BD)

Registration থেকে কাজ করা থেকে টাকা তোলা

আসসালামু ওয়ালাইকুম,
আজ আমি আপনাদের এমন একটি সাইটের কথা বলব যেখান হতে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন। আর এই জন্য আপনাদের পুরো লেখা ভাল করে পড়ে প্রতি ধাপ অনুসরণ করতে হবে। আর প্রতিদিন কাজ করলেই সফল হবেন। কারন এটিও হতে পারে আপনার অনলাইন আয়ের একটি পথ।

 Ojooo থেকে আয়ের সব কিছু


 Wad.Ojooo এটি একটি ভালো এবং জনপ্রিয় পিটিসি সাইট আমার কথা নয় কাজ করে দেখুন। কারন এখানে আপনাকে Payment নিয়ে ভাবতে হবে না। আপনি প্রথমে Standard Account এ প্রতিদিন ১০ মিনিট সময় ব্যয় 0.20$-0.30$ আয় করতে পারবেন Paid to click add দেখে এবং এই add গুলো ২৪ ঘন্টায় বেশ কয়েক বার পাবেন। এভাবে বেশ কিছু দিন কাজ করার পর আপনার আনিং দিয়ে একাউন্ট টা Premium Account এ আবগ্রেড করলে আপনার আয় হবে প্রতিদিন 2.00$-2.50$। এছাড়া রেফারেল থাকলে আপনার আয় আর বৃদ্বি পাবে।
এগুল ছাড়া আরও কিছু কাজ আছে যাহতে ইনকাম করা যায় যেমন বিভিন্ন অফার এর কাজ করে, অজও গ্রিড এ কাজ করে।
এছারা সব থেকে বড় সিস্টেম আছে সেটা হল আপনার যদি সাইট বা ব্লগ থাকে তাহলে এখান হতে এডসেন্স নিয়ে আপনার সাইটে দেখাতে পারবেন।


ojooo থেকে আয় (How to earn from ojooo in Bangla from BD)

Ojooo account তৈরি করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন।
Sign up from here

এখানে একটি কথা সেটি হলো আপনি আপনার কম্পিউটারে একটির বেশি একাউন্ট করতে পারবেনা করলে ব্যান খাবেন। আর আমি এখানে আমার রেফারেল দিয়েেছি যা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি আপনাদের যেটা বলছি সে হলো আপনি রেফারেলের ঘর খালি রাখলে যারা প্রেমিয়াম কিনবে তাদের হয়ে যাবে। তাই আপনি আমার রেফারেল দিয়ে রেজিষ্টে্রশন করলে আমি উপকৃত হব।


তারপর পেইড টু এড ক্লিক করে দেখুন মজাপ্রতিদিন আর্ন করুন রেফারেল বাড়ান আর টাকা উপার্জন করুন

৩) Ojooo এ কিভাবে আয় বৃদ্ধি করা যায় ?
উত্তরঃ সকল পিটিসি সাইটের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হল Refferral । অনেকে শুধু রেফারাল দিয়েই মাসে ১০০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। আর Ojooo এর Refferral দুই ধরণেরঃ
ক) Direct Refferral(সক্রিয় রেফারাল)         খ) Rented Refferral(ভাড়া রেফারাল)
আয় বৃদ্ধির টিপস
ক )Direct Refferral(সক্রিয় রেফারাল):
**যে রেফারাল আপনার রেফার লিঙ্কে ক্লিক করে Sign up করবে সেই আপনার Direct Refferral. 

** ধরি আপনি বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট/ফেইসবুকে পোস্টের মাধ্যমে ৩০ জন অ্যাক্টিভ Direct Refferral যোগাড় করেছ্বেন ।
তাহলে আপনার প্রতিদিন আয় হবে----
৩০ জন অ্যাক্টিভ রেফারাল ১ দিনে ৩০ টী এ্যাড দেখে (৩০*১*৩০) ----     ০.৯০০$
আপনি নিজে ১ দিনে ৩০ টা এ্যাড দেখেন------------(৩০*১)                    .০৩০$
আপনার প্রতিদিনের মোট আয়=                                                                   ০.৯৩০$
তাহলে আপনার মাসিক আয় হবে (.৯৩০$*৩০) = ২৭.৯$(প্রায় ২৮ ডলার) শুধু মাত্র Direct Refferral থেকে ।

খ )Rented Refferral(ভাড়া রেফারাল)ঃ
**Rented Refferral(ভাড়া রেফারাল) মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Ojooo। আপনি ১ মাস থেকে শুরু করে ২৪০ দিনের জন্য Rented Refferral কিনতে পারবেন। ১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR(Rented Refferral)। যদি RR প্রতিদিন কাজ করে তবে ১.২০$ আয় করতে পারবেন ১ মাসে per RR।যদি মনে করেন কোনও RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে পারবেন । মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ RR পালটিয়ে আরেকটি RR দিয়ে দেবে।

 **যদি ৩০০ RR কাজ করে তবে মাসে ১৮০$ ইনকাম করতে পারবেন । আর এই ৩০০ RR extend করতে মাসে লাগবে ৬০$ । আসলে সব RR সব দিনে কাজ করে না।যাই হোক ধরে নিলাম ২০০ RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে ১২০$ ইনকাম করতে পারবেন । ৬০$ হল আপনার ৩০০ RR এর ভাড়া বা extend করার খরচ । বাকি ৬০$ বা ৪৮০০(প্রায় ৫০০০ টাকা) আপনার মাসে ইনকাম ।



ojooo থেকে আয়ঃ


Ojooo এ কাজ করতে হলে এই শর্ত গুলো মেনে চলবেন।
শর্ত ১ এই সাইট এর RR System বুঝা এক দিনে সম্ভব না।আর এত সল্প পরিসরে এখানেও আলোচনা করা সম্ভব না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে।প্রথম দিকে আমিও RR পুরো বুজতাম না।কিন্তু আমি প্রতিদিন Forum ঘাটাঘাটি করতাম। Footer অংশে help নামে একটি ট্যাব আছে। ঐ ট্যাব গিয়ে ঘাটা ঘাটি করতাম। কোন কিছু না বুঝলে support এ কথা বলতাম।আপনিও তাই কারার চেষ্টা করবেন। দেখবেন ৩-৫ মাস পর আপনি ও এক্সপার্ট হয়ে যাবেন।কিন্তু অনেকেই মনে করে ১ দিনেই সব বুঝে যাবে।কিন্তু না বুঝে লস খায় আর দোষ হয় PTC সাইট ভাল না।

শর্ত ২ ভুলেও ১ টাকাও ইনভেস্ট করবেন না।আমি বারবার বলতেছি আগে পুরো ব্যাপার টা বুঝার চেষ্টা করেন। Forum ঘাটাঘাটি করেন। সব কিছু বুঝতে ৪-৫ মাস সময় লাগতে পারে।কিন্তু অনেকেরি এই ৪-৫ মাস ধৈর্য নাই। ১৫-২০ দিন পরে হয় ক্লিক করা বাদ দিয়া দেয় অথবা না বুঝে ইনভেস্ট করে ধরা খায়।তাই আগে শুধু ক্লিক করে দুই একবার টাকা($) Withdraw করেন। বুঝেন তারপর ইনভেস্ট করেন বা না করে Direct Referral ইনকাম দিয়ে RR কিনে টেস্ট করেন। অথবা আমার ফরমুলা অনুসরন করুন।

শর্ত ৩ আপনাকে প্রতিদিন অবশ্যই ৪ টি advertisement এ ক্লিক করতে হবে।তা না হলে রেফেররাল ইনকাম পাবেন না।

একাউন্ট খুলুন এখান থেকে- (How to earn from ojooo in Bangla from BD):


https://wad.ojooo.com/?ref=abir420

ভিডিও দেখতে পারেন -


বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

YouTube Video এর জন্য কিভাবে Keyword Research করবেন। ভিডিও প্রথম পেইজে নিয়ে আসুন।

Youtube video seo

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। যারা ইউটিউবার আছেন আর ইউটিউব নিয়ে কাজ করছেন তাদের জন্য আজকের নিচের ভিডিওটি খুবই উপকারী। আপনার যখন ইউটিউব শত শত ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও রেঙ্ক হচ্ছে না বা ভিউ বাড়ছে না। আপনি যদি YouTube Video এর জন্য ঠিক মত Keyword Research করেন আর ভিডিও আপলোড তাহলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি রেঙ্ক হবে।

আপনি যখন কোন ভিডিও তৈরী করবেন তখন প্রথমে আপনার ভিডিও টপিকস Select করবেন সেই ভিডিও টপিকস দিয়ে প্রথমে YouTube এ সার্চ করবেন এবং সেখানে দেখবেন তার রেজাল্ট কেমন। ডান পাশে দেখবেন আপনার ঐ ভিডিওর সার্চ রেজাল্ট দেখাবে যদি দেখেন যে রেজাল্ট অনেক বেশী তখন আপনি এখান থেকে কয়েকটি কিওয়ার্ড সিলেক্ট করবেন এবং এই কিওয়ার্ড গুলোকে আপনি Google Keyword Planner এ সার্চ করুন এবং যদি দেখেন ঐ কিওয়ার্ড গুলোর Monthly Search Vol 300+ হয় এবং কমপিটিশন Low হয় এবং CPC .10$ এর বেশী তাহলে আপনি এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। যে কিওয়ার্ডটার সার্চ ভলিয়ম বেশী সেই কিওয়ার্ডটা আপনি টাইটেলে ইউজ করতে পারেন।
বুঝতে সমস্যা হলে এই ভিডিওটি দেখতে পারেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন।

paidverts bangla tutorial 2017 | earn in paidverts from home

পেইডভারটস বাংলা টিউটোরিয়াল ২০১৭


**** আপনারা এখান থেকে দিনে ১০-১৫ ডলার ইনকাম করতে পারবেন যদি সময় নিয়ে কাজ          করতে  পারেন কাজ শুরু করার ১-১.৫ মাস পর থেকে ১০-১৫ ডলার ইনকাম করতে পারবেন এবং যত দিন যাবে আপনার ইনকাম বারবে।।১০০ % পেমেন্ট করে।।****


  এইটাতে দিনে ২-৩ বার কাজ করতে হবে।.২-৩ দিন কাজ করার পর থেকে আপনার ইনকাম বারতে থাকবে।।আর আপনি ১ ডলার এড কিনলে ৩-৪ দিনের মদ্ধে ব্যাক পাবেন ১.৫৩ ডলার।
আপনি এখানে ফ্রী কাজ করেও ইনকাম করতে পারবেন।বিস্তারিত বুঝতে পোস্ট টা অবশ্যই ভালো করে পরুন।
          
বর্তমানে সবচেয়ে ভালো আয় করা একটি সাইট হলো paidverts সাইট। এটা থেকে ভালো আয় করা যায়। যা আপনার কাছে খুব ভালো লাগবে, যদি তা নিজের চোখে দেখেন। এখানে সাধারণ কিছু নিয়ম দেখলেই আয় করা অতি সহজ হয়ে যাবে আপান জন্য। তবে সব কিছু এত সহজ হলে টাকা ধরতো গাছে, তাই কিনা বলেন। তাই বলবো বেশি কিছু ভাববেন না, এখান থেকে এমন কিছু আয় করবেন যা আপনি আগে ভাবেন নি, আর তা আমি আপনাদের দেখাবো, কিভাবে অতি সহযে এখান থেকে টাকা আয় করতে হয়।

এখন মন নিয়ে পড়ুন তা না হলে কিছুই বোঝবেন না।
প্রথমেই আপনি এই লিঙ্কে    

PaidVerts এ সাইনাপ করতে এখানে ক্লিক করুন

এখন দেখবেন এমন একটি পেইজ আসবে




https://www.paidverts.com/ref/ovo19

এখানে সব কিছু সঠিক ভাবে দিয়ে Open Account এ ক্লিক করুন
এখন আপনার একাউন্ট তৈরী হয়েগেছে।

https://www.paidverts.com/ref/ovo19


এখানে উপরে দেখানো ছবির মত পেইজ আসবে, এর ডান দিকে উপরে লাল চিহ্নিত Paid Ads গুলোতে ক্লিক করলে আপনি নতুন Ads পাবেন।
তখন বামদিকের উপরে লাল চিহ্নিত বক্সে ক্লিক করুন। এর পরি নিচে দেখানো ছবির মতো পেইজ আসবে

https://www.paidverts.com/ref/ovo19

এই ৩টি বক্সের লেখা নিচে ঘরে Copy paste  করুন। এই ভাবে সব গুলো করা হলে আপনার একাউন্ডে টাকা জমা হলে।
আরো কিছু কথা যা মনে রাখতে হবে :
1. MUST Click activation ads daily to get more BAP
2. if you have more than 2500+ BAP Upgrade your account for just $0.05
3. you will get paid $1+ worth of ads for $0.05 upgrade
4. More BAP = More Bigger Cash Ads
5. কিভাবে আপনি BAP সংগ্রহ করবেন ? 
Click activation ads Daily = 500 BAP
Buy Adpack Advertise for $1 to Get 3100 BAP
 ***কিভাবে আপনি BAP সংগ্রহ করবেন ?***
https://www.paidverts.com/ref/ovo19
 তারপর
https://www.paidverts.com/ref/ovo19
 এখন 
https://www.paidverts.com/ref/ovo19
 1. Enter the website URL you'd like to promote:
যেকোনো একটা .com / .net এক কথাই এই বক্স এ যে একটা ওয়েব সাইটের এড্রেস দিয়ে পাশে virifecation এ ক্লিক করতে হবে এবং 2 ও 3 নং বক্সে Add Banner Image এ ক্লিক করে 2 টা তেই  OPT OUT করতে হবে ।।

4. Enter three lines of text about your business
৩ টা ঘরে যে কনো ৩ টা লাইন লিখতে হবে।
5. Enter your payment method: Bit Coin (fee : no fees) করতে হবে।

6. Quantity Selection: 1 দিয়ে Purchase Ads এ ক্লিক করতে হবে।
https://www.paidverts.com/ref/ovo19
উপরের লাল করা ২ নং লাইনে লাল লাইন টি হচ্ছে বিট কয়েন এড্রেস এর লাইন।।
এবং ১ ডলার পরিমান বিট কয়েন সমান যত সেই টা ১ম লাইনে আছে।।

এখন এই (১ ডলার) পরিমান BIT COIN ২য় লাইনের বিট কয়েন এড্রেসে পাঠানোর ২-৫ ঘন্টার মদ্ধে আপনার My Ads Campaigns এ ক্লিক করে BULK Adds এ  এক্টিভ হইছে কিনা দেখবেন। এক্টিভ হলে আপনার কাজ শুরু।। 
Paid Ads A ক্লিক করে Ads গুলো দেখবেন প্রত্তেক দিন ২-৩ বার।

The world's top 20 websites for free ebook download sites, best e-book site in one place.

বিশ্ব সেরা ২০ টি ইবুক ওয়েবসাইট যা আপনার প্রয়োজনীয় সব বইয়ের চাহিদা মেটাতে পারবে।  

ই-বুকের জগত থেকে ঘুরে আসি। ই-বুক ই-বুক ইবুক!!! যেন এক ই-বুকের রাজ্যে পদার্পণ । কিন্তু সব বিনামূল্যে(ফ্রী) পাবেন। ১। FreeBookSpot এখানে ৯৬ ক্যাটাগরির ৪৪৮৫টি ফ্রী ই-বুক পাওয়া যাবে।এখানে বই ডাউনলোড করতে কোন রেজিট্রেশন করতে হয়না।
২। 4eBooks এখানে প্রচুর কম্পিউটার প্রোগ্রামিং এর উপর ই-বুক রয়েছে। এবং প্রতিটি বইয়ের সংক্ষিপ্ত বিবরন দেওয়া আছে। 
৩. Free-EBooks ফ্রী ই-বুক ডাউনলোডের এটা অন্যতম বড় সাইট। ফ্রী তে রেজিট্রেশন করে আপনি এসব উপভোগ করতে পারেন। 
৪। ManyBooks এখানে মূলত PDA, iPod or eBook Reader এর জন্য ফ্রী ই-বুক পাওয়া যাবে। 
৫। GetFreeEBooks এখানে সম্পূর্ণ বিনামুল্যে ই-বুক ডাউনলোড করতে পারবেন এবং এটা বৈধ সাইট। 
http://freecomputerbooks.com' target='_blank' >৬। FreeComputerBooks এখানে কম্পিউটার সম্বন্ধে প্রচুর ই-বুকের সংগ্রহ রয়েছে। আপনার যেটা দরকার সেটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। 
৭। FreeTechBooks এখানে বিনামূল্যে অনলাইন কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং প্রোগ্রামিং বই, পাঠ্যবই এবং বক্তৃতা নোট ইত্যাদি সম্বন্ধে ফ্রী ই-বুক পাবেন। 
৮। Scribd এটা একটা অনলাইন ডকুমেন্ট শেয়ারিং সাইট, যা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং অন্যান্য জনপ্রিয় পিডিএফ ফরম্যাটের সমর্থন করে। এখান থেকে যেকোন ডকুমেন্ট খুব সহজেই ডাউনলোড করতে পারেন। 
৯। Globusz Globusz একটি অনন্য ePublishing সাইট, যাতে বিনামূল্যে ডাউনলোডকরা যাই এবং নতুন ও নব্য লেখকদের জন্য রেটিং প্রদান করা যাই। 
১০। KnowFree KnowFree একটি ওয়েব পোর্টাল যেখানে ব্যবহারকারীরা শিক্ষাগত উদ্দেশ্যে এবং স্ব - অনুশীলনের জন্য বিনিময় অবাধে ই বই, ভিডিও প্রশিক্ষণ এবং অন্যান্য উপকরণ ডাউনলোড করতে সক্ষম। 
১১। Free Ebook Download Links - এখনে আপনি পাবেন বিভিন্ন ফরমেটের ই-বুক ডাউনলোডের লিঙ্ক। যা থেকে আপনি সরাসরি আপনার পছন্দের বই ডাউনলোড করতে পারবেন।১২। EBoook3000 - এখানে ১৭ টির বেশী ক্যাটাগরির ফ্রী ই-বুক পাওয়া যাবে। 
১৩। SlideShare - আপনার তৈরি প্রেজেন্টেশন সারা পৃথিবীর কাছে তুলে ধরার জন্য এই সাইটি হতে পাড়ে উত্তম মাধ্যম। 
১৪। PDF Search Engine - এটা মূলত ই-বুকের সার্চ ইঞ্জিন। আপনি এতি ব্যবহার করে বিভিন্ন ই-বুক ডাউনলোডের সাইট সার্চ করে আপনার পছন্দের বই ডাউনলোড করতে পারবেন। 
১৫। ESnips - এটি এমন একটি ওয়েব সাইট যেখানে আপনি যা খুশি শেয়ার করতে পারবেন। সেটা হতে পারে পিডিএফ ফাইল, ছবি, গান ইত্যাদি। শুধু শেয়ার নয় আপনি চাইলে ডাউনলোড করতেও পারবেন। 
১৬। Book Gold Mine - এখানে আপনি বিনামূল্যে বিভিন্ন প্রকার ই-বুক, লেকচার, নোট এবং প্রচুর ডকুমেন্ট পাবেন। 
১৭। EBooks-Space - এখানে আপনি computer IT, programming lauguages, software development, tutorial, database design এর PDF-CHM ফরম্যাটের ফ্রী ই-বুক পাবেন 
১৮। Drebooks - এই সাইটটির মুল লক্ষ্য ছিল মেডিক্যাল স্টুডেন্ট এবং ডাক্তারদের মেডিক্যাল বই সম্পর্কে বিভিন্ন আইডিয়া এবং তথ্য জড়ো করা। 
১৯। E-Book Directory - এই সাইটটি ধীরে ধীরে বড় হচ্ছে। যেখানে আপনি ফ্রিতে বিভিন্ন ই-বুক, লেকচার, নোট ডাউনলোড করতে পারবেন। এর আরও সুবিধা হল এখানে আপনার নিজের বই পাবলিশ এবং প্রমোট করতে পারবেন। 
২০। UFindBook - এখানে দুই লক্ষের বেশী ই-বুক আপনি pdf, chm, html. ইত্যাদি ফরম্যাটে পাবেন। 

মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

online earning source in bangladesh

“অনলাইনে আয়”

 কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বিশেষ করে আমরা যারা ইন্টারনেট ব্যবহার ব্যবহার করে থাকি। অনলাইনে ইনকাম করার জন্য আজকাল সবাই উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন জন বিভিন্ন সাইটে কাজ করছে, কিন্তু দু:খজনক হলেও সত্য যে- সবাই সব রকম সাইট থেকে পেমেন্ট পাচ্ছে না। তাই আজ আমি এমন কিছু সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেখানে কাজ করে আপনি হিউজ …পরিমান টাকা ইনকাম করতে পারবেন এবং পেমেন্ট থেকে ও বঞ্চিত হবেন না। 


P.T.C (Paid To Click)


 হল নতুন লোকের জন্য আয় করার সহজ উপায়। তবে এ পদ্বতিতে আপনাকে আয় করতে অনেক ধৈয্যের প্রয়োজন। এ পদ্বতিতে আপনাকে একটা নিদিষ্ট সাইটে রেজিস্ট্রিশন করার পর আপনাকে প্রতিদিন লগইন করে এদের দেওয়া নিদিষ্ট কিছু লিংকে বা এডে ক্লিক করে নিদিষ্ট সময় অপেক্ষা করতে হবে। এ পদ্বতিতে আপনি সাইটের উপর নির্ভর করে প্রতিটি এডে ক্লিক করার জন্য আপনাকে ০.০১ ডলার হতে ০.০৪ ডলার পর্যন্ত দিয়ে থাকে। 

সাধারনত আপনার একা্উন্টে ১-৫ ডলার হলে আপনি বিভিন্ন পদ্বতিতে অর্থ উত্তোলন করতে পারেন। এ পদ্বতিতে একটি সাইটের সবগুলি এড ক্লিক করলে ২-৫ মিনিট সময় লাগবে। তবে দিন দিন P.T.C(Paid To Click) সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠায় অনেক ফ্রড সাইট তৈরি হয়েছে। তাই বুজে শুনে বিভিন্ন P.T.C(Paid To Click) সাইটে রেজিস্ট্রিশন করা উচিৎ। কথা বাড়িয়ে লাভ নেই, এই সাইটে কিভাবে জয়েন করবেন এবং কি-রকম কাজ করে কিভাবে ইনকাম করবেন সে সম্পর্কে আলোচনা করা যাক.আমি যে সাইটগুলোয় কাজ করি তারমধ্যে অন্যতম হোলো। 


ClixSense Member Benefits

• Browser Toolbar With Instant Notification of New Ads Available
• Earn Up To $0.02 Per PTC Ad Click and Up To $0.008 Per Referral Click
• Earn Even More With Our Affiliate Program
• Payments Via Check, Payza and PayPal
• Win ClixGrid Daily Prizes and Participation in Weekly Contests
• Unlimited Direct Referrals and Guaranteed PTC Ads Daily



অ্যাকাউন্ট খুলতে হলে এখানে click করুন


ধাপ-২:ওয়েবসাইটটি খুললে তার উপরে ডান দিকের Sign Up লিখাটিতে ক্লিক করুন।

ধাপ-৩: এবার যে ফরমটি আসবে তা যথাযথ ভাবে পূরণ করে
লেখাটির বাম পাশে টিক দিয়ে Create Account লিখাটিতে ক্লিক করুন
ধাপ-৪: এখন আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে গিয়ে ইমেলটি ভেরিফাই Link ক্লিক করুন
@ একটা নতুন ট্যাব ওপেন হবে।
সফলতার সাথে একটি একাউন্ট করেত সমর্থ হয়েছেন।


clixsense -তে কাজ করার পদ্ধতিঃ

ধাপ-১: clixsense প্রবেশ করে login এ ক্লিক করুন
ধাপ-২:প্রথমে এর ওয়েবসাইটে গিয়ে আপনার ইউজার আই.ডি (User ID) ও পাসওয়ার্ড (Password) টাইপ করে Login ক্লিক করুন
ধাপ-৩:লগিন হওয়ার পর অ্যাড দেখতে হোলে View Ads ক্লিক করুন।
ধাপ-৪:এরপর আপনি এ্যডগুলো দেখতে পাবেন। এর যেকোন একটা তে ক্লিক করুন। একটা নতুন ট্যাব ওপেন হবে।
এবার কিছুখন অপেক্ষা করলে দেখবেন
Click on the cat উপরের ছবির ভেতর বিরাল এর ছবির তে ক্লিক করুন।অতঃপর উপযুক্ত ছবিটি নির্বাচন করে
এবার নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন।

মানে আপনার অ্যাকাউন্টে $ জমা হোয়েছে
Page টির উপরের দিকে যতক্ষন Your click has been Validated লিখাটি না আসবে ততক্ষন পর্যন্ত আপনাকে ঐ Page এ থাকতে হবে।

এর জন্য আপনাকে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে। Your click has been Validated হয়ে গেলে আগের পেজে চলে যান এবং হুবহু একঐ পদ্বতিতে বাকি যে Advertisement গুলো আছে সেগুলো দেখুন। এভাবে ২৪ ঘন্টা পরপর প্রতিটি বিজ্ঞাপন একবার করে ক্লিক করতে পারবেন।প্রতিটি বিজ্ঞাপনে ক্লিক করার জন্য আপনি ১ সেন্ট হতে ৪ সেন্ট পেতে পারেন হয়তো অনেকে ভাবছেন চারটি এ্যাড দেখে মাত্র চার সেন্ট! আসল কথা হচ্ছে 
online earning source in bangladesh পিটিসি সাইটগুলোতে অধিক পরিমানে উপার্জন নির্ভর করে আপনার রেফারেল এর উপর। অর্থাৎ , যত বেশি রেফারেল তত বেশি উপার্জন। আপনার একজন রেফারেল নিজে এ্যাড দেখে যত আয় করবে তার অর্ধেকটাই যোগ হবে আপনার একাউন্টে। ধরুন, আপনি এ সাইটে প্রতিদিন এ্যাড দেখছেন চারটি। আর আপনার রেফারেল আছে মাত্র বিশজন। তখন আপনার মোট আয় হবে মাস শেষে: আপনি নিজে — ৪x৩০ = ১২০ টি অর্থাৎ ১২০ সেন্ট ২০ জন রেফারেল –(২০x৪)x৩ ০=২৪০০ টি অর্থাৎ ২৪০০ সেন্ট ………………………………………………………………………………… মোট = ২৫২০ সেন্ট বা ২৫.২০ ডলার এটিতো গেল মাত্র বিশ জন রেফারেল এবং একটি সাইটের বর্ননা। এরকম আরও 15-20 ভাল সাইটে কাজ করতে পারলে আপনার সফলতা নিশ্চিত। আপনি যদি মাসে ২৫ ডলার করে ২০ টি সাইট হতে আ্য় করতে পারেন তাহলে আপনা আয় দাড়াবে ২০ x ২৫ = $৫০০ আপনি কি Imagine করতে পারেন। কিন্তু বিষয় হল এ আয়টা এখন অনেকেই করতেছে।এই রকম কিছু Verified online earning source in bangladesh দিলাম যারা নিয়মিত পেমেন্ট করে-

List of all popular PTC sites in bd 

সোমবার, ১০ জুলাই, ২০১৭

বাংলাদেশের সেরা পিটিসি সাইট যার মাধ্যমে ইনকাম করার গ্যারান্টি আছে

আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম বাংলাদেশের সেরা পিটিসি সাইট

সাইটটির নাম হলো : 
wad ojooo
এই সাইট এ কাজ করতে হলে আপনার যা যা লাগবে:
১। এন্ড্রয়েড মোবাইল অথবা পিসি
২। ইন্টারনেট কানেকশন
চলুন শুরু করি :
প্রথমে এই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন।
এই ফর্মপুরন করা হলে Register এ ক্লিক করুন।
এবার আপনার Email এ একটি Verification Code যাবে।
Verification Complete হলে সাইট টিতে লগ ইন করবেন।
এবার Top Navigation Menu তে দেখুন “Paid To click” নামে একটা অপশন আছে।
এই অপশন এ যাওয়ার পর আপনি এরকম এডস দেখতে পাবেন।

এখানে আপনার কাজ হলো এডস গুলো দেখা।
এই সাইট থেকে আপনি রেফারেল করেও আয় করতে পারবেন।
সাইটটি ৫০% রেফারেল কমিশন দেয়.

Payment Mathod:

PayPal
Payza
যারা বাংলাদেশের সেরা পিটিসি সাইট এ নতুন তারা নিশ্চিন্তে কাজ করুন।

Best ptc sites for earning

পিটিসি সাইট থেকে ইনকাম করুন সহজে

PTC আয়ের অন্যতম সহজ মাধ্যম। আনেকেই আছে যারা PTC কে অনেক ছোট ও নিম্নমানের কাজ মনে করে। এই ধারণা একেবারেই ভুল। প্রথম একমাস-দুই মাস PTC site গুলো থেকে আয় আসলেই অনেক কম হয়।আর এই কম আয় দেখে ৯০% মানুষ PTC থেকে দূরে চলে যায়।PTC কে অবহেলা মনে করে।তারা ভুলে যায় অনলাইনে আয় করতে হলে আপনি যে কাজই করেন না কেনো আপনাকে ধৈর্য ধরতে হবে।ধৈর্য ছাড়া অনলাইনে আয় করে কেউ সফল হয়নি।অনলাইন এমন কোন যায়গা না যেখানে আপনি এক রাতে লাখপতি হয়ে যাবেন।

PTC site গুলোতে কাজ করে দিনে ১-১৫০$ আয় করে এরকম অনেকেই আছেন।যেহেতু তারা পেরেছেন সেহেতু আপনিও পারবেন।শুধু দরকার মনের প্রবল ইচ্ছা।

যারা বলে PTC তে আয় অনেক কম আসেন তাদের জন্য একটা সহজ হিসাব করি
১ টা সাইট থেকে ১ দিনে আয় ০.০৬$
৫ টা সাইট থেকে ১ দিনে আয় ০.০৬*৫=০.৩০$
১০ টা সাইট থেকে ১ দিনে আয় ০.০6*১০=০.৬০$
তাহলে একমাসে আপনার আয় কত হচ্ছে ?
৫ টি সাইট থেকে ০.৩০*৩০=৯$ ( এটা প্রথম মাসের আয়, প্রতি মাসে ধিরে ধিরে বাড়বে )
১০ টি সাইট থেকে আয় ০.৬০*৩০=১৮ $
আমার মনে হয় নতুন হিসেবে এটা একটা ভালো আয়, আর ধিরে ধিরে তো বাড়বেই। এখনও কি PTC কে অবহেলা করবেন??

অনলাইনে রয়েছে অনেক ভালো PTC site যারা আপনাকে টাকা দিবে আর রয়েছে অনেক scam ptc site যারা আপনাকে টাকা দিবেনা।তাই আপনার প্রথম কাজ হবে ভালো PTC site গুলো খুজে বের করা আর শুধুমাত্র সেগুলোতেই কাজ করা।

আসুন এবার ভালো ( যেগুলো আপনাকে টাকা দিবে) PTC sites গুলো চিনে নেই - 


Popular Post