in page
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
how to download youtube video from online 2020 ( Latest Method)
how to download youtube video from online 2020 ( Latest Method)
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
How to make money online for free in BD | কিভাবে অনলাইনে আয় করা যায়
How to make money online for free in BD
ইন্টারনেট মানুষের জীবনে প্রভাব ফেলছে। মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রা অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন How to make money online for free- তারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন How to make money online for free in BD-
ইন্টারনেট মানুষের জীবনে প্রভাব ফেলছে। মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন এসব সম্পর্কে:
ফ্রিল্যান্সিং
অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কাজ করার বিষয়টি সবচেয়ে জনপ্রিয়। বিভিন্ন ফ্রিল্যান্সারদের দক্ষতার ওপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দেয় কয়েকটি ওয়েবসাইট। সেখানে অ্যাকাউন্ট খুলে দক্ষতা অনুযায়ী কাজের জন্য আবেদন করতে হয়। কাজদাতা তাদের প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে ফ্রিল্যান্সারকে কাজ দেয়।
কয়েকটি ওয়েবাসাইটে কাজের দক্ষতার বিবরণ জানাতে হয়, যাতে ক্রেতা সরাসরি যোগাযোগ করতে পারেন। এসব সাইটের মধ্যে ফাইভার ডটকম, আপওয়ার্ক ডটকম, ফ্রিল্যান্সার ডটকম ও ওয়ার্কএনহায়ার ডটকমে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। ঘণ্টায় ৫ থেকে ১০০ ডলার পর্যন্ত আয় করা যায় এসব সাইট থেকে। মনে রাখতে হবে, কাজ শেষ করার পর কাজদাতার অনুমোদন পেলেই তবেই অর্থ ছাড় দেবেন তিনি। এ ক্ষেত্রে কাজের মানের ওপর কাজদাতা রেটিং দিতে পারেন। গ্রাহকের পছন্দ না হওয়া পর্যন্ত কাজ করে দিতে হয় ফ্রিল্যান্সারকে। বিভিন্ন অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অর্থ আনা যায়।
নিজের ওয়েবসাইট তৈরি
এখন নিজের ওয়েবসাইট তৈরির জন্য অনলাইনেই অনেক উপাদান পাওয়া যায়। এর মধ্যে ডোমেইন নির্বাচন, টেমপ্লেট ও ওয়েবসাইট তৈরির নকশা প্রভৃতি। যখন পাঠক বা দর্শককে ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট সেবা দেওয়ার প্রস্তুতি সারা, তখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। গুগলের বিজ্ঞাপন যখন সাইটে দেখানো শুরু হবে এবং তাতে ক্লিক পড়বে, তখন আয় আসতে শুরু করবে। ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শক যত বেশি হবে, আয়ের পরিমাণ তত বাড়বে।অ্যাফিলিয়েট মার্কেটিং
এই পদ্ধতিতে আয়ের ক্ষেত্রেও নিজের ওয়েবপেজ বা ব্লগ প্রয়োজন। যখন ওয়েবসাইট বা ব্লগ চালু হবে, তখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের লিংক তাতে যুক্ত করতে পারবেন। যখন আপনার সাইট থেকে ওই প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কোনো দর্শক কিনবেন, তখনই আপনার আয় আসতে শুরু করবে।গ্রাফিকস ডিজাইন
অনলাইনে ঘরে বসে আয়ের ক্ষেত্রে গ্রাফিকস ডিজাইন ভালো উপায়। যাঁরা এই কাজে দক্ষ, তাঁরা বিভিন্ন ডিজাইন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দিয়ে রাখেন। সেখান থেকে তাঁদের আয় আসে। তাঁদের তৈরি একটি পণ্য অনেকবার বিক্রি হয়, অর্থাৎ একটি ভালো নকশা থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় হতে থাকে। অনলাইনে এ ধরনের অনেক ওয়েবসাইটে গ্রাফিকসের কাজ বিক্রি করা যায়। এ ছাড়া অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও গ্রাফিকস ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে।জরিপ, সার্চ ও রিভিউ
অনলাইন জরিপে অংশ নিয়ে অর্থ আয় করতে পারেন। অনেক ওয়েবসাইট জরিপে অংশ নিলে অর্থ দেয়। এ ছাড়া অনলাইন সার্চ ও পণ্যের পর্যালোচনা লিখে আয় করতে পারেন। তবে, এ ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি ক্রেডিট কার্ড বা ব্যাংকিং তথ্য দেওয়া লাগতে পারে। তাই এ ক্ষেত্রে কাজ করার সময় সতর্কভাবে কাজ করতে হবে। এ বিষয়ে কাজের সময় কোনটি প্রকৃত কাজ আর কোনটি স্ক্যাম—যাচাই-বাছাই করে নিয়ে কাজ করতে পারেন।ভার্চ্যুয়াল সহকারী
এখন ভার্চ্যুয়াল সহকারীদের কাজের ক্ষেত্র বেড়েছে। ঘণ্টাপ্রতি আয়ও বেশি। বাড়ি থেকে করপোরেট অফিসের নানা কাজ অনলাইনে করে দেওয়ার সুবিধা আছে এখন। ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মী বা নিজের ব্যবসা নিজেই চালানো যায়। বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় প্রতিষ্ঠান। এর মধ্যে ফোন কল, ই-মেইল যোগাযোগ, ইন্টারনাল রিসার্চ, ডেটা এন্ট্রি, এডিটিং, রাইটিং, ব্লগ, গ্রাফিকস, টেক সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজ থাকে। ২৪ / ৭ ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যাচ, ফ্রিল্যান্সার ডটকম, পিপল পার আওয়ার, আপওয়ার্কের মতো সাইটগুলোতে কাজ পাওয়া যায়।অনুবাদ
ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা ভালোভাবে জানা থাকলে সেই দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন। বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ডকুমেন্ট অনুবাদ করে আয় করতে পারেন। যাঁদের স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, জার্মানসহ অন্যান্য ভাষা জানা আছে এবং এগুলো থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে এসব ভাষায় অনুবাদ করতে পারলে ভালো আয় করতে পারবেন। অনেক সময় কাজদাতারা নিজে সময়ের অভাবে অনুবাদের কাজ ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এ ধরনের কাজ পাবেন।অনলাইন টিউটর
কোনো বিষয়ে যদি আপনার পারদর্শিতা থাকে, তবে অনলাইনে সে বিষয়ে শিক্ষা দিতে পারেন। অনলাইন টিউটরদের এখন চাহিদা বাড়ছে। সব বয়সী শিক্ষার্থীদের আপনি শিক্ষা দিতে পারবেন। এখানে অন্য দেশের শিক্ষার্থীদেরও পড়ানোর সুযোগ রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন টিউশনির সুযোগ রয়েছে। সেখানে সুবিধামতো সময়ে পড়াতে পারেন ছাত্র। এসব সাইটে নিজের দক্ষতার পরীক্ষা দিতে হয়। একবার নির্বাচিত হয়ে গেলে ওয়েবিনার পরিচালক হিসেবে অনলাইন সেশন পরিচালনা করতে পারেন। দক্ষতা বাড়লে এ ক্ষেত্র থেকে অনেক আয় করার সুযোগ আছে।সামাজিক যোগাযোগের মাধ্যম
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এখন আর শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য নয়। এগুলো কাজে লাগিয়ে আয় করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পরিকল্পকদের প্রচুর অর্থ দেওয়া হয় তাদের ব্র্যান্ডের প্রচার করার জন্য। অনলাইনে গ্রাহক টানা, প্রচার করার জন্য অবশ্য সৃজনশীলতা দরকার। বিভিন্ন পোস্ট তৈরি, ভিডিওর মাধ্যমে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করে তা ভাইরাল করতে পারলে ভালো অর্থ আসে। তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ার তৈরিসহ তাঁদের ধরে রাখতে প্রচুর ধৈর্য ও প্রাসঙ্গিক বিষয় হওয়া জরুরি।ওয়েব ডিজাইন
এখনকার অনলাইনের কাজের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের চাহিদা ব্যাপক। কোনো প্রজেক্টে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সহজে আয় করা যায়। সব ব্যবসায়ী প্রযুক্তিপ্রেমী নন। নিজেদের ওয়েবসাইট তৈরিতে তাঁদের ওয়েব ডিজাইনারের দরকার পড়ে। যাঁরা ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে চান নিজেদের ওয়েবসাইট খুলে সেখান থেকেই ছোট ব্যবসা দাঁড় করাতে পারেন। ওয়েবসাইট তৈরিতে এখন কোডিং আর ওয়েব ডিজাইন দুটিই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ওয়েবসাইট ব্যবস্থাপনা ও হালনাগাদের জন্যও ওয়েব ডিজাইনারকে দরকার পড়ে। ফলে ডিজাইনারকে বসে থাকতে হয় না। ক্লায়েন্ট ও কাজের ওপর ভিত্তি করে ওয়েব ডিজাইনারের আয় বাড়তে থাকে।কনটেন্ট রাইটিং
যাঁরা লেখালেখিতে ভালো এবং একাধিক ভাষায় সাবলীল লিখতে পারেন, তাঁদের কাজের জন্য বসে থাকতে হয় না। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করে বা লিখে দক্ষতা অর্জন করতে পারেন। আর্টিকেল লেখার মানের ওপর ভিত্তি করে আয় আসে। কাজদাতা নির্দিষ্ট নীতি মেনে লেখার জন্য বলতে পারেন। নির্দিষ্ট বিষয় বা নিশ ধরে নিজের দক্ষতা বাড়াতে পারলে আয়ের ধারা বেড়ে যায়।ব্লগিং
অনেকে শখ করে অনেক বিষয়ে লেখেন। কিন্তু শখের বিষয়টি যদি পেশাগত কাজে লাগাতে পারেন, তবে অনলাইনে আয় করতে পারবেন। ব্লগিং করেও আয় করার সুযোগ আছে। দুই উপায়ে ব্লগ থেকে আয় করা যায়। একটি হচ্ছে নিজের ব্লগ সাইট তৈরি। ওয়ার্ডপ্রেস বা টাম্বলার প্ল্যাটফর্মে বিনা মূল্যে ব্লগ শুরু করতে পারেন। আবার চাইলে নিজে ডোমেইন হোস্টিং কিনে ব্লগ চালু করতে পারেন। তবে নিজে ব্লগ চালু করতে গেলে কিছু বিনিয়োগ করার দরকার হবে। ডোমেইন, হোস্টিং কিনতে হবে। নিজের ব্লগ শুরু করাটাই ভালো। কারণ, এতে নিজের প্রয়োজন অনুযায়ী অনেক পরিবর্তন করার সুযোগ আছে। বিজ্ঞাপন, ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল, পণ্যের পর্যালোচনা প্রভৃতি নানা উপায়ে ব্লগ থেকে আয় করতে পারেন। তবে ব্লগ লিখে আয় করতে গেলে রাতারাতি আয় আসবে না। এ জন্য প্রচুর সময় ও ধৈর্য থাকতে হবে। অনেকের ব্লগ থেকে আয় করতে কয়েক বছর পর্যন্ত লেগে যায়। ব্লগে নিয়মিত কনটেন্ট আপডেটসহ তা সক্রিয় রাখতে কাজ করে যেতে হয়।ইউটিউব
যাঁরা ব্লগ লিখে আয় করতে স্বচ্ছন্দ নন, তাঁরা ক্যামেরার সাহায্য নিয়ে ভিডিও থেকে আয় করতে পারেন। এ জন্য অবশ্য সৃজনশীল আর ভালো সম্পাদনা জানতে হবে। নিজের ইউটিউব চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করতে পারেন। আপনার চ্যানেল কোন ক্যাটাগরির এবং তাতে কোন ধরনের ভিডিও রাখবেন, তা আগেই ঠিক করে রাখুন। যে বিষয়ে মানুষের আগ্রহ বেশি, সেই বিষয়ে ভিডিও না রাখলে মানুষ তা দেখবে না। ভিডিও না দেখলে আয় হবে না। বিষয়টি অনেকটাই ব্লগের মতো। তবে এ ক্ষেত্রে কনটেন্ট হচ্ছে ভিডিও। চ্যানেলের সাবসক্রাইবার ও ভিডিও দেখার সময় বাড়লে আয়ের সম্ভাবনা বাড়বে। প্রতি হাজার ভিউয়ের হিসাবে গুগল থেকে অর্থ পাবেন।পিটিসি
অনেক ওয়েবসাইট আছে, যাতে রাখা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাকে অর্থ দেওয়া হবে। এ ধরনের সাইটকে পিটিসি সাইট বলে। প্রকল্প শুরুর আগে নিবন্ধন করতে হয়। তবে মনে রাখতে হবে পিটিসি সাইটগুলো বেশির ভাগ ভুয়া হয়। তাই কাজের আগে নিশ্চিত হতে হবে সেটি প্রকৃত সাইট কি না। অনেক সময় বন্ধুতে রেফারেন্স দিয়ে আয় করতে পারেন।ডেটা এন্ট্রি
অনলাইনে সহজ কাজগুলোর একটি হচ্ছে ডেটা এন্ট্রি। এ ক্ষেত্রে অবশ্য আয় খুব কম। তবে এ ধরনের কাজ অটোমেশনের কারণে এখন খুব কম পাওয়া যায়। যাঁদের কম্পিউটার, ইন্টারনেট ও দ্রুতগতির টাইপিং দক্ষতা আছে, তাঁরা এ ধরনের কাজ করতে পারবেন। অধিকাংশ ফ্রিল্যান্সিং সাইটে এ ধরনের কাজ রয়েছে। তবে যাঁদের কোনো কাজে দক্ষতা থাকে, তাঁরা সহজে কাজ পান এবং দ্রুত আয় বাড়াতে পারেন।বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
Do you want best beauty parlor training in BD?
If you want to learn about beauty parlour training you can visit this video. In this video we have highlighted all the tools and techniques of beauty parlour training. This video help you to understand the fundamental technique about makeup wedding and others.
the video is in Bengali language so easily you can understand and if you want to go through more what if you want to get training you can contact with us.
Nowadays beautiful since is very popular to all. Anybody with a very low capital can start beauty parlour business very easily.
The success and profit of beauty parlour business depends one skilled and quality service. to ensure the best service you need to first learn beauty parlour service properly and that's why you have to take beauty parlour training.
In Bangladesh there are different types of institution who provide beauty parlour training but all the training institution are not good enough to make a skill for you that's why you have to choose the training institution very carefully.
Most of them are very professional and private service that's why they are training fees is so much high.TodayI will talk in a government service organisation who provide quality serserv without course fees.
In the organisation there are two types of training:
1. preliminary beauty parlour service
2.Advan beauty parlour training
at first you have to complete that live in earlier stage of training then you can get the opportunity to attend the advance course.
for your better understanding I am giving a short video to understand the training quality:
If you want to learn about more then you can go to this website:
www.smef.org.bd
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
How to earn money in bangladesh
বাড়িতে অনলাইন অর্থ উপার্জন উপায়। আউটসোর্সিং হতে পারে আপনার বাড়তি ইনকামের পথ।সবচেয়ে সহজ অনলাইন ইনকাম হচ্ছে পিটিসি সাইট থেকে ইনকাম। আমি কিছু best ptc sites এর তালিকা নিম্নে দিলাম।
best ptc sites
নিচের সব সাইট গুলো সাইন আপ করেন এবং নিয়মিত ক্লিক করেন মাসে আপনি কম করে হলেও ১০০$ উঠাতে পারবেন-1.paidverts.com
2.clixsense.com
clixense
clixense একাধিক আয় করার বিশ্বব্যাপী অনলাইন সাইট। এখন যোগ দিন এবং অনলাইন জরিপ, নগদ অফার, CrowdFlower কাজ করুন এবং উপার্জন শুরু করুন!clixsense review
যেমন আমরা আগে উল্লেখ করেছি, আপনি সার্ভেগুলি, অফার এবং কর্মগুলি সম্পূর্ণ করে অর্থ উপার্জন করতে পারেন। যাইহোক, অধিকাংশ জরিপ ভৌগলিকভাবে হয়, তাই পশ্চিমা দেশগুলির তুলনায় পূর্বের চেয়ে বেশি সার্ভে এবং এমনকি যদি আপনি পশ্চিমা দেশ থেকে থাকেন তবে জরিপের সম্ভাবনা সর্বাধিক হয়। সুতরাং, সর্বাধিক জরিপে স্বেচ্ছাসেবী হিসাবে প্রস্তুত হোন।clixsense app
কম সময়ের মধ্যে আরো উত্স থেকে টাকা উপার্জন শ্রেষ্ঠ অ্যাপ্লিকেশনএই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বেশিরভাগ ব্যবহৃত পিটিসি সাইট অ্যাক্সেস করতে পারেন, একই সময়ে সহজেই সার্ভে পূরণ করে আরো অর্থ উপার্জন করতে পারেন।
আপনি উপার্জন এবং বিনামূল্যে Bitcoins খনি পারেন।
clixsense survey
আপনি প্রতি মাসে সারফেস রাউটারগুলি চেষ্টা করতে পারেন। তাদের মধ্যে কিছু, তবে, আপনি প্রতিদিন একটি মাত্র জরিপ সম্পন্ন করতে পারবেন। আপনার সম্ভাবনাগুলি বৃদ্ধি করার জন্য এটি বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে তাদের চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়, প্রতিদিন। সার্ভেগুলি সর্বদা হয় নয় এবং আপনি সবসময় এর জন্য যোগ্যতা অর্জন করবেন নাneobux strategy
উপার্জন মধ্যে যে বড় পার্থক্য?neobux থেকে দৈনিক $ 100 তৈরি করে এমন একটি ব্যবহারকারীর কাছ থেকে মন্তব্য পাওয়ার পর, আমি তার রেফারেল কৌশল অনুসারে গবেষণা শুরু করেছি এবং এটি আমার অ্যাকাউন্টের সাথে প্রয়োগ করেছি এবং ফলাফলটি মাত্র ২০ দিনের মধ্যে $ 231 হয়
এবং আমি অন্তত $ 30 বা এমনকি $ 40 প্রতি দিন আগামী 2 মাসের মধ্যে আশা করছি।
তবে আপনার অ্যাকাউন্টের একই ফলাফলের আশা করি না যেহেতু আমার অ্যাকাউন্টটি ২ বছরের বেশি বয়সী এবং ফলাফলটি ব্যবহারকারীর ব্যবহারকারী থেকে আলাদা হতে পারে।
এবং যদি আপনি Neobux- এ নতুন ব্যবহারকারী হিসাবে যোগদান করেন তবে আমি বিশ্বাস করি যে আপনার ভাড়া রেফারেলগুলি থেকে পরবর্তী 6-8 মাসের সময় এই কৌশলটি ব্যবহার করে প্রতিদিন অন্তত $ 20 করতে পারবেন। এবং আপনার অ্যাকাউন্ট বড় হয়ে গেলে, আপনি আরও অনেক কিছু আশা করতে পারেন। আপনি যদি এখনো Neobux যোগদান না থাকে, তাহলে এই লিঙ্ক থেকে শুধু সাইন আপ করুন।
এখন আপনাকে এই Neobux কৌশল সম্পর্কে জানতে খুব আগ্রহী হতে হবে।
কিভাবে একটি আদর্শ সদস্য সম্ভবত 6-8 মাসের মধ্যে প্রতিদিন $ 10 উপার্জন করতে পারেন এবং সেদিন মাত্র 10 মিনিট কাজ করে?
Neobux referral
মুনাফা গণনার জন্য আপনি উপার্জন থেকে রেফারেল খরচ বিয়োগ করতে হবে। কিভাবে ঠিক আমি পেমেন্ট পেতে পারি? আমরা এটি খুব সহজ করে দিয়েছি। আমরা আপনাকে কমিশন পরিমাণ বিভিন্ন বিভিন্ন কারণের উপর নির্ভর করে। প্রথমে আপনাকে প্রতি ক্লিক এবং আপনি প্রতিটি রেফারেলের জন্য উপার্জনের পরিমাণ সম্পর্কে ধারনা নিন।বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
Best PTC site for online incom
What is PTC sites:
How do you know if you hear the word PTC? It's quite normal. Come on me. And what to say, now and comes. So why am I tuning with PTC? Because for the last few months I have spent so much time and hard work behind this PTC. I am sharing with you the results of the various blogs, different websites, e-book etc. I am able to share this with you.Yes !! ETP is also possible by PTC. It is possible to earn a fair amount of good quality. But not working hard, or the patience of the bowl is never empty at the beginning.
Best PTC site in 2017:
The only reason for writing this topic here today is the first payment from ojooo.com to me. Which I thought I would never get. As soon as the payment is deposited in my PayPal account, I decide who will tell you about it.I first tuned about Ojooo.com.
The best PTC site I've seen ... is the biggest paycheck in the market.
Because in my hundreds of PTC sites I found this site to be trustworthy. And I started working there. They allow enough visits per day to visit. The value of the add-ons is fair and fair. Then I rent referrals with the dollar earned from the add-ons which I can get some part of the work. Later I got some direct referrals and cooperation. Then I noticed the rate of my dollar earnings increased significantly. I first did not withdraw the dollar and then rented and referrals.
Ojoo ptc site that can give you money:
After so many months ago I returned my first dollar. And ojooo makes me pay twenty dollars twenty-five days for me. Now it takes between 3 to 4 days to earn dollars.My payment proof There is no help or any help of editing. If you think of it then thanks here.Here's a big 2 dollar big. I know that in the online earning world it is very small. But now I know how to work on PTC. How to recognize Trusted sites And you also recognize this as a trusted site. I hope that with the help of your prayers and my referral, I can easily increase my earnings.
So far we just talked about myself as a selfish. Now you have some tips to make PTC good.At first, you have to recognize the Trusted PTC site. Those who are doing business at online fairly well.
Trusted PTC sites:
Keep in mind that only Trusted PTC sites will give you exact payments at the right time. All other sites have a good deal of good luck.Together, three to four sites will have to start work. And daily add-ons have to be visited every day.
Initially, do not look at your earning dollars. Because only you can not raise the dollar income by working manually. Guaranteed ...
Referrals are the main strength in PTC. So you have to promote your work. But remember that when you launch a false propaganda campaign to increase your referrals you will eat ultimately. People are not so stupid now that you said something without proof and everyone believed in it.
It is very difficult to get the Direct Referral nowadays so the referrals will be rent without first withdrawing the dollars.
Each site has the advantage of renting a referral. Where you can rent a referral with $ 2 for one month.It can not be guaranteed that all the referrals that come with your rent will be of great help. So all the referrals that are clicked daily will have to be activated. If you start working on this, you can understand yourself. All sites of e-referral will give you the statistics of each click.
PTC sites with unlimited ads:
Above all, never to lose patience. Remember, success does not come at any time in any case.There is nothing to say about instant payment on any site. All sites will take E3 to 4 weeks to make payment. The sites that talk about Instant payments are all frantic.If you wish, you can upgrade your account by investing your own dollars. Upgrading an account to Trusted PTC site is not risky. Moreover, account upgrades are important for earning a lot.
Once you start working on a site, you should not do without it.
I gave you some of the links to the Trusted site and the banner below for your convenience. I work regularly on all these sites. And so far only Ojooo got the payment. Insha Allah, if you are with your co-operation, expect other people to get it. Ojoo is the highest paying ptc sites in BD, India and all over the world.
রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
How to get Payoneer card from Bangladesh
![]() |
How to get Payoneer card from Bangladesh |
If you ask me how to get Payoneer card from Bangladesh then my answer is:
Bangladeshi citizens will have the option of ordering the card after getting their payment to the payer's account. To access your funds, you can:
Revocation of funds in your local bank account - This function is available for all new applicants. Once you have the minimum balance of 50 units in your currency balance, you can start withdrawing your account on the "Recall" tab.
Order a USD card - Once your first $ 30 payment is received, the card ordering options will be displayed on your account. No shipping or fees set up for a card order, just need a minimum payout.
What if I plan to get the Euro or GBP payment?
The same rule is applicable for a card, but at least 50 units will be required for the card order function to appear.
For any reason, if you are unable to withdraw your bank fund or order your card after receiving your payment, contact the payer to see if the phone can be active for you manually.
If they provide prepaid cards in Bangladesh, you will first need to sign up at Payoneer.
How to sign up for Payoneer card:
Then, fill out all necessary credentials.
You may have to upload a passport scan.
Then, enter the address that will be sent to your prepaid card.
After proper verification, your application will be approved. And the date of delivery of the card will be mentioned on the penny dashboard.
In this way, you can get a Payoneer card from Bangladesh.
শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
বাবা দিবস
"বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনদিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো"।
বাবা : ( কিছুটা মুচকি হেসে) "একটা গল্প শুনবি?"
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
"বলো বাবা শুনবো......"
তোর বয়স যখন চার আমার মাসিক আয় তখন দু হাজার টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখোনো বুঝতে দেইনি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা দুজন- আমি-আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করবো।
সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে
গেছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো। কিন্তু কখোনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মা কেও না।
একদিন শো রুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপ এর জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপ টা কিনে দিয়েছিলাম। আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই । জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই।
বাবারা নাকি "খাড়ুশ টাইপের" হয় । আমিও আমার বাবাকে তাই ভাবতাম । পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দ্বায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা
হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস ?
পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না,তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দ্বায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যায় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ দিতে পারবি...
কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্ন গুলো ?
যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণশোধের কথা বলছিস.
সেই স্বপ্ন গুলো কি আর কোনোদিন বাস্তব রুপ পাবে ?
আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না।
তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হটাৎ নৌকা টা ডুবতে শুরু করলো....
যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই।
কাকে বাঁচাবি ?
( ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা! )
উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই।
আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি -
তোকে কোলে নেবার ঋণ।
বাবা দিবসের মেসেজ করুন ।
শনিবার, ২২ জুলাই, ২০১৭
Granteed income way 2017
অনলাইনে আয় করার নিশ্চিত উপায় 2017
আমরা অনেকেই অনলাইন এ আয় করতে চাই। কিন্তু সঠিক নির্দেশনার অভাবে অনেকেই করতে পারি না।তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম এক অসাধারণ সুযোগ। এর মাধ্যমে সবার আয়ের স্বপ্ন পুরন হবে।
আগেই বলে রাখি এটা সম্পুর্ন ফ্রি, কোন পিটিসি নয়।
সাইটটি হচ্ছে মুলত এক্সচেঞ্জিং সাইট যেখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ের ডলার এক্সচেঞ্জ করা হয়।
কিন্তু আমরা এখানে আলাদা ভাবে আয় করব। এখানে রেজিস্টার করে আপনার লিংক টি শেয়ার করলে প্রতি ১০০ ভিজিটরে 4$ পাবেন।
আয়ের ডিটেলঃ
You will get 0.35$ Per Refer
1 visitor of your link => 0.04
100 visitor => 4$
1000 visitor => 40$
Minimum Payout is 1$(বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আছে, যার মাধ্যমে টাকা তুলতে পারবেন।)
।
যেভাবে আয় করবেনঃ
অবশ্যই UC, Chrome, Firefox, বা সেটের ডিফল্ট ব্রাউজার ইউজ করবেন।কোন mini browser যেমন opera mini, uc mini দিয়ে করলে হবে না।
এই লিংকে যান
#অনলাইনে আয় করার নিশ্চিত উপায় 2017
সোমবার, ১৭ জুলাই, ২০১৭
online earning site in bangladesh
If you want to know about the online earning site in Bangladesh then These are all best PTC sites in bd for you. list of all PTC sites helps you to earn more from Bangladesh. the sites are also top and very popular to all.
নিচের সব সাইট গুলো সাইন আপ করেন এবং নিয়মিত ক্লিক করেন মাসে আপনি কম করে হলেও ১০০$ উঠাতে পারবেন-
2.clixsense.com
নিচের সব সাইট গুলো সাইন আপ করেন এবং নিয়মিত ক্লিক করেন মাসে আপনি কম করে হলেও ১০০$ উঠাতে পারবেন-
All online earning site in bangladesh
1.paidverts.com2.clixsense.com
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
Popular Post
-
These are all best PTC sites in bd. list of all PTC sites helps you to earn more from Bangladesh. the sites are also top and very popular ...
-
Facebook cash formula: From Facebook cash formula PDF Book free download, You can know the secret of income easily. Facebook cash formu...
-
এখানে ক্লিক করুন
-
১. Techtunes.com.bd প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের মধ্যে সেরার জায়গা দখল করে আছে টেকটিউনস। যার গুগুল ও এলেক্সা রেংকিং ও ভাল। এবং এই সাইটের ...