in page

শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

Earn from ojooo in Bangla fro BD people

Image result for ojoo

Ojooo থেকে ১০-১২$ আয়ের সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত : (How to earn from ojooo in Bangla from BD)

Registration থেকে কাজ করা থেকে টাকা তোলা

আসসালামু ওয়ালাইকুম,
আজ আমি আপনাদের এমন একটি সাইটের কথা বলব যেখান হতে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন। আর এই জন্য আপনাদের পুরো লেখা ভাল করে পড়ে প্রতি ধাপ অনুসরণ করতে হবে। আর প্রতিদিন কাজ করলেই সফল হবেন। কারন এটিও হতে পারে আপনার অনলাইন আয়ের একটি পথ।

 Ojooo থেকে আয়ের সব কিছু


 Wad.Ojooo এটি একটি ভালো এবং জনপ্রিয় পিটিসি সাইট আমার কথা নয় কাজ করে দেখুন। কারন এখানে আপনাকে Payment নিয়ে ভাবতে হবে না। আপনি প্রথমে Standard Account এ প্রতিদিন ১০ মিনিট সময় ব্যয় 0.20$-0.30$ আয় করতে পারবেন Paid to click add দেখে এবং এই add গুলো ২৪ ঘন্টায় বেশ কয়েক বার পাবেন। এভাবে বেশ কিছু দিন কাজ করার পর আপনার আনিং দিয়ে একাউন্ট টা Premium Account এ আবগ্রেড করলে আপনার আয় হবে প্রতিদিন 2.00$-2.50$। এছাড়া রেফারেল থাকলে আপনার আয় আর বৃদ্বি পাবে।
এগুল ছাড়া আরও কিছু কাজ আছে যাহতে ইনকাম করা যায় যেমন বিভিন্ন অফার এর কাজ করে, অজও গ্রিড এ কাজ করে।
এছারা সব থেকে বড় সিস্টেম আছে সেটা হল আপনার যদি সাইট বা ব্লগ থাকে তাহলে এখান হতে এডসেন্স নিয়ে আপনার সাইটে দেখাতে পারবেন।


ojooo থেকে আয় (How to earn from ojooo in Bangla from BD)

Ojooo account তৈরি করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন।
Sign up from here

এখানে একটি কথা সেটি হলো আপনি আপনার কম্পিউটারে একটির বেশি একাউন্ট করতে পারবেনা করলে ব্যান খাবেন। আর আমি এখানে আমার রেফারেল দিয়েেছি যা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি আপনাদের যেটা বলছি সে হলো আপনি রেফারেলের ঘর খালি রাখলে যারা প্রেমিয়াম কিনবে তাদের হয়ে যাবে। তাই আপনি আমার রেফারেল দিয়ে রেজিষ্টে্রশন করলে আমি উপকৃত হব।


তারপর পেইড টু এড ক্লিক করে দেখুন মজাপ্রতিদিন আর্ন করুন রেফারেল বাড়ান আর টাকা উপার্জন করুন

৩) Ojooo এ কিভাবে আয় বৃদ্ধি করা যায় ?
উত্তরঃ সকল পিটিসি সাইটের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম হল Refferral । অনেকে শুধু রেফারাল দিয়েই মাসে ১০০০ ডলার পর্যন্ত আয় করে থাকেন। আর Ojooo এর Refferral দুই ধরণেরঃ
ক) Direct Refferral(সক্রিয় রেফারাল)         খ) Rented Refferral(ভাড়া রেফারাল)
আয় বৃদ্ধির টিপস
ক )Direct Refferral(সক্রিয় রেফারাল):
**যে রেফারাল আপনার রেফার লিঙ্কে ক্লিক করে Sign up করবে সেই আপনার Direct Refferral. 

** ধরি আপনি বিভিন্ন ব্লগ/ওয়েব সাইট/ফেইসবুকে পোস্টের মাধ্যমে ৩০ জন অ্যাক্টিভ Direct Refferral যোগাড় করেছ্বেন ।
তাহলে আপনার প্রতিদিন আয় হবে----
৩০ জন অ্যাক্টিভ রেফারাল ১ দিনে ৩০ টী এ্যাড দেখে (৩০*১*৩০) ----     ০.৯০০$
আপনি নিজে ১ দিনে ৩০ টা এ্যাড দেখেন------------(৩০*১)                    .০৩০$
আপনার প্রতিদিনের মোট আয়=                                                                   ০.৯৩০$
তাহলে আপনার মাসিক আয় হবে (.৯৩০$*৩০) = ২৭.৯$(প্রায় ২৮ ডলার) শুধু মাত্র Direct Refferral থেকে ।

খ )Rented Refferral(ভাড়া রেফারাল)ঃ
**Rented Refferral(ভাড়া রেফারাল) মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Ojooo। আপনি ১ মাস থেকে শুরু করে ২৪০ দিনের জন্য Rented Refferral কিনতে পারবেন। ১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR(Rented Refferral)। যদি RR প্রতিদিন কাজ করে তবে ১.২০$ আয় করতে পারবেন ১ মাসে per RR।যদি মনে করেন কোনও RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে পারবেন । মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ RR পালটিয়ে আরেকটি RR দিয়ে দেবে।

 **যদি ৩০০ RR কাজ করে তবে মাসে ১৮০$ ইনকাম করতে পারবেন । আর এই ৩০০ RR extend করতে মাসে লাগবে ৬০$ । আসলে সব RR সব দিনে কাজ করে না।যাই হোক ধরে নিলাম ২০০ RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে ১২০$ ইনকাম করতে পারবেন । ৬০$ হল আপনার ৩০০ RR এর ভাড়া বা extend করার খরচ । বাকি ৬০$ বা ৪৮০০(প্রায় ৫০০০ টাকা) আপনার মাসে ইনকাম ।



ojooo থেকে আয়ঃ


Ojooo এ কাজ করতে হলে এই শর্ত গুলো মেনে চলবেন।
শর্ত ১ এই সাইট এর RR System বুঝা এক দিনে সম্ভব না।আর এত সল্প পরিসরে এখানেও আলোচনা করা সম্ভব না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে।প্রথম দিকে আমিও RR পুরো বুজতাম না।কিন্তু আমি প্রতিদিন Forum ঘাটাঘাটি করতাম। Footer অংশে help নামে একটি ট্যাব আছে। ঐ ট্যাব গিয়ে ঘাটা ঘাটি করতাম। কোন কিছু না বুঝলে support এ কথা বলতাম।আপনিও তাই কারার চেষ্টা করবেন। দেখবেন ৩-৫ মাস পর আপনি ও এক্সপার্ট হয়ে যাবেন।কিন্তু অনেকেই মনে করে ১ দিনেই সব বুঝে যাবে।কিন্তু না বুঝে লস খায় আর দোষ হয় PTC সাইট ভাল না।

শর্ত ২ ভুলেও ১ টাকাও ইনভেস্ট করবেন না।আমি বারবার বলতেছি আগে পুরো ব্যাপার টা বুঝার চেষ্টা করেন। Forum ঘাটাঘাটি করেন। সব কিছু বুঝতে ৪-৫ মাস সময় লাগতে পারে।কিন্তু অনেকেরি এই ৪-৫ মাস ধৈর্য নাই। ১৫-২০ দিন পরে হয় ক্লিক করা বাদ দিয়া দেয় অথবা না বুঝে ইনভেস্ট করে ধরা খায়।তাই আগে শুধু ক্লিক করে দুই একবার টাকা($) Withdraw করেন। বুঝেন তারপর ইনভেস্ট করেন বা না করে Direct Referral ইনকাম দিয়ে RR কিনে টেস্ট করেন। অথবা আমার ফরমুলা অনুসরন করুন।

শর্ত ৩ আপনাকে প্রতিদিন অবশ্যই ৪ টি advertisement এ ক্লিক করতে হবে।তা না হলে রেফেররাল ইনকাম পাবেন না।

একাউন্ট খুলুন এখান থেকে- (How to earn from ojooo in Bangla from BD):


https://wad.ojooo.com/?ref=abir420

ভিডিও দেখতে পারেন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Post